শীতে গোলাপ গাছের পরিচর্যা ।


 শীতে গোলাপ গাছের পরিচর্যা

কোনো ডালে ফুল ফুটে ঝরে যাওয়ার পর সেই ডাল ছেঁটে দিতে হয়। এতে নতুন ডাল গজায় এবং ফুলের আকৃতি বৃদ্ধি পায়। মূলতঃ ফুল বড় করতে চাইলে গাছের ডাল সর্বদাই ছেঁটে রাখতে হবে। আর ডাল বেশি থাকলে ফুলের পরিমান বেশি এবং আকৃতি ছোট হবে। 



আধুনিক নার্সারির গোলাপ গাছে সাধারণত কোনো জংলী প্রজাতির মূলের উপরে উন্নত ফুলবান প্রজাতির গ্রাফটিং করা হয়। সেই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে গাছের গোড়ার দিক থেকে অর্থাৎ জংলী অংশ থেকে কোন ডাল বের হয় কিনা। বের হলে কেটে দিতে হবে। 

ডাল কাটার সময় লক্ষ্য রাখতে হবে সেটা যেন থেঁৎলে না যায়, তা না হলে কাটা অংশের মাধ্যমে ছত্রাক আক্রান্ত হয়ে ক্রমশঃ নিচের দিকে গিয়ে গাছ শুকিয়ে মারা যেতে পারে। সবচেয়ে ভালো হয় ছত্রাকনাশক (যেমন: ব্যাভাস্টিন পাউডার) পানিতে গুলে কাটা স্থানে লাগিয়ে দেওয়া। গাছের ডালকাটার জন্য সিকেচার (কাঁচির মত দেখতে) পাওয়া যায়। সেগুলো ব্যবহার করা উত্তম।

 গাছের গোড়ায় জৈব সার ছাড়া অন্য কিছু ব্যবহার করবেন না। গরুর গোবর এবং সরিষার খৈল সবচেয়ে ভালো সার। নাইট্রোজেন সার হিসেবে ছোটো মাছ পচা পানিও ব্যবহার করতে পারেন। 

No comments

Powered by Blogger.